স্বপ্নের সেতু

কাজী নাজরিন | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নিজ দেশের অর্থায়নে
পদ্মাসেতু হলো
নিন্দুকেরা নিন্দা করে
লজ্জা শরম পেলো।

যতই এসেছে বাধা বিঘ্ন
সমালোচনার বন্যা
তরতর করে দ্রুত গতিতে
এগিয়েছে বঙ্গবন্ধুর কন্যা।

প্রধানমন্ত্রীর মুখের বাণী
যায়নি কভুও বৃথা
শেখ হাসিনা মুজিব কন্যা
মুজিব জাতির পিতা।

পদ্মাসেতু নতুন করে
করলো সেতু বন্ধন
এপার ওপার দুই পাড়েতে
হলো মেলবন্ধন।

পূর্ববর্তী নিবন্ধভয়াবহ বন্যা ও প্রতিরোধ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধমাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াাদ : কুদরতে ইলাহীর অনন্য নিদর্শন