স্বপ্নের প্রজন্ম গ্রন্থাগার

মো. কামরুল ইসলাম | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

প্রজন্ম গ্রন্থাগার প্রজন্মের উত্তরণে নবীনদের ডাক। হ্যাঁ, ঠিক এইভাবেই পথচলা শুরু প্রজন্ম গ্রন্থাগার এর। কেউই শুরুর দিকে আমাদের গ্রন্থাগার প্রতিষ্ঠাকে তেমন পাত্তা দেয়নি। সাহায্য চাইলেও পাওয়া যায়নি কারো কাছেই। কঠিন সময়ই ছিলো সেটা। কিভাবে কী হবে, একটা নির্দিষ্ট স্থানের দরকার। এভাবে খোলা মাঠে আর কয়দিনই বা। কিন্তু, শুরুতেই ছেড়ে যাওয়ার জন্য তো এ কাজ শুরু হয়নি। পথচলা কঠিন কিন্তু চলতে তো হবেই। নিজেদের ছোট্ট ছোট্ট পুঁজি দিয়েই শুরু হলো প্রজন্ম গ্রন্থাগার এর পথচলা। নিজেদের রুম হলো, বই হলো, এবার কাজ রুম সাজানোর। এবার অনেকেই নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো। সবার সাহায্যেই আজ প্রজন্ম গ্রন্থাগার একটি পরিচিত নাম। অনেক গুণীজন, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব আসেন এখানে বই পড়তে, পরামর্শ দিতে। এছাড়াও শিক্ষার্থীদের আনাগোনা সবচেয়ে বেশি। চারদিকেই প্রজন্ম গ্রন্থাগারের জয়জয়কার। তবে, এতো অল্পতে সন্তুষ্ট না, লক্ষ্য অনেক বড়। সৃজনশীলতার বহুমাত্রিক রূপ প্রকাশের মাধ্যমে সমাজটা বদলাতে চাই। বর্তমানে প্রজন্ম গ্রন্থাগার নিজ প্রতিভা প্রকাশের সুযোগ করে দিচ্ছে সবাইকে। দেয়ালিকা প্রকাশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক সভা, সাহিত্য সভা ইত্যাদি প্রতিভা প্রকাশের অনন্য সুযোগ। যেহেতু, লক্ষ্য অনেক বড়, ধীরে ধীরে প্রকাশ পাবে সবই।
লেখক: সংস্কৃতি কর্মী

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যরক্ষায় প্লাস্টিকের কাপের বিকল্প ভাবতে হবে
পরবর্তী নিবন্ধআমেরিকার লজ্জাজনক দিন