স্বপ্নসৌধ

পরিতোষ ঘোষ | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৯:৪৯ পূর্বাহ্ণ

স্বপ্নসৌধ গড়ি
নিঃসঙ্গ বিহঙ্গের মতো
খড়খুটো দিয়ে গড়ি সুরম্য প্রাসাদ,
ভাঙা কাচ খুঁজি জ্যোৎস্নার আশে,
কৃষ্ণগহবর বুনি দীর্ঘশ্বাসে।

নক্ষত্র বানাব বলে
প্রদীপের আলো জমা করি,
হাসি, খুশি, আনন্দে বৈকুন্ঠ গড়ি।

শূন্যে উদ্যান বানাই সৌন্দর্য, সৌরভ, সুরে,
প্রতিদিনের জীবনের রঙ তুলে রাখি
রঙধনু আঁকব আকাশ জুড়ে।

লতা, পাতা, মৃত্তিকা জমা করি
আর একটা পৃথিবী গড়ব বলে,
পরিশ্রমের বিন্দু বিন্দু ঘাম তুলে রাখি
সৃজিতে সমুদ্র নোনা জলে।

কষ্টের নীল জমা করি আকাশ বানাব,
সাদাকালো স্বপ্নে রঙতুলি, জীবন রাঙাব।
আলোর সহস্রগুণ বেগে ছুটে যাব
সহস্র বছর আগে,
পৃথিবীর সব অন্ধকার আলোয় ডুবিয়ে দেব
সূর্য ওঠার আগে।

চোখের জলে বর্ষার মেঘ
মুঠো মুঠো মাতাল বাতাসে বানাব ঝড়,
শ্মশানে কবরে আত্মাকে খুঁজে ফিরি
যদি পারি বানাব ঈশ্বর!

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিক-পলিথিন ব্যবহার বন্ধে পদক্ষেপ চাই
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মনে শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে হবে