স্বপ্নকুঁড়ি ফোটাবে আবার

কোহিনুর আকতার | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

সব ধূসরতা অন্ধকারে থাক
নির্বাচিত স্বপ্নের হাত ধরে
আসে যদি বিষণ্ন রাত
বন্ধ রাখব চোখ, চুপচাপ,
বিভ্রান্ত হব না।
স্বপ্নকুঁড়ি ফোটাবে আবার
বাড়িয়ে দেওয়া হাত
চাঁদের আলোতে সবুজ পাহাড়গুলো
নিভৃতে সাজবে আবার
আমার নক্ষত্র হৃদয় কেবল
তোমার জন্য উৎসর্গিত আজ।

পূর্ববর্তী নিবন্ধরূপের খোলামাঠ
পরবর্তী নিবন্ধনদীর লিরিক