বহরদ্দারহাটস্থ স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় সভায় চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী চৌধুরী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে আমি সব সময় জনগণকে নিয়ে মাঠে ছিলাম। উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হিসাবে গড়ে তুলতে সুদুর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। চট্টগ্রামের মানুষের দেখভাল করার জন্য তিনি আমার উপর আস্থা রেখে দায়িত্ব দিতে চান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করতে তিনি আমাকে নৌকা প্রতীক দিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ব্যবসা বান্ধব মহানগরী গড়ে তুলব ইনশাল্লাহ।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দীকি, মোহাম্মদ শাহজাহান সুফি। কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম, মো. এখতেয়ার হোসেন, দিদারুল আলম, খোরশেদ আলম, মো. শাহ আলম, মো. মামুন খলিফা, মো. আবদুর রশিদ, হারুনুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।