স্পেশাল সার্ভিসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে নিউমার্কেট মোড়ে আসার সময় এক বাসযাত্রী মলম পার্টির খপ্পড়ে পড়েছেন। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে।
চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান জানান, স্পেশাল সার্ভিস বাসটি নিউমার্কেট এলাকায় পৌঁছার পর সব যাত্রী নেমে গেলেও একজন সিটের পাশের জানালায় হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। অনেক ডাকাডাকির পরও না উঠায় আমাদের জানানো হলে আমরা চমেক হাসপাতালে নিয়ে যেতে বলি সুপারভাইজারকে। সেখানে তার কাগজপত্র পরীক্ষা করে পরিবারকে খবর দেয়া হয়। তিনি হাটহাজারী কাছারি রোড এলাকার একটি কাপড়ের দোকানের ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে- রিয়াজউদ্দিন বাজার বা টেরিবাজার এলাকায় পাইকারি কাপড় কিনতে এসেছিলেন তিনি। জ্ঞান ফেরার পর তার কী কী জিনিসপত্র নিয়ে গেছে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধ৫০১ সদস্যের প্রস্তুতি কমিটির তালিকা কেন্দ্রে
পরবর্তী নিবন্ধঅনলাইন ও আইপিটিভি তদারকিতে হচ্ছে আলাদা উইং : তথ্যমন্ত্রী