স্পেনে মানবসেবায় সম্মাননা পেলেন ১৭ বাংলাদেশী

কবির আল মাহমুদ, মাদ্রিদ (স্পেন) থেকে | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৬:২৭ অপরাহ্ণ

স্পেনের রাজধানী মাদ্রিদে মহামারী করোনাকালীন সময়ে সঙ্কটাপন্ন অসহায় প্রবাসী এবং বাংলাদেশীদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্যসামগ্রী বিতরণ, দোভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেলেন ১৭ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ৩৫ জন প্রবাসী।
গত বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল কর্তৃক স্পেনের রাজধানী মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রেইনা সুফিয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রেইনা সুফিয়ার ডিরেক্টর আনা লঙ্গোনী তাদের হাতে এই সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।
স্পেনিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েছ, রেড সোলিদারীদাদ এবং বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ইন্টার লাভাপিয়েছ সভাপতি পেপা ট্ররেস, মাইতে, লেও, এলেনা, মেরসেডেস, রেড সোলিদারীদাদের নিনেস, পামপা, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গত ১৫ মার্চ থেকে স্পেনে করেনাকালীন সময়ে মানবতার সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করে আসছেন বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা, স্পেনিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ১৭ জন বাংলাদেশী।
মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্পেনের রাজধানী শহর মাদ্রিদসহ আশপাশের এলাকায় প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশীদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবার ক্ষেত্রে পরামর্শ দেয়া এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন।
এছাড়াও অবৈধ অদিবাসীদের বৈধতাসহ স্পেন সরকার কর্তৃক ঘোষিত ‘স্টে হোম’, ‘স্টে সেফ’ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করছেন এসব সংগঠনের সদস্যরা।
সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশীরা হচ্ছেন মোহাম্মদ ফজলে এলাহী, আফরোজা রহমান, মানিক বেপারী, নাসিরুল ওয়াহাব অপু, নিশাত তানজিন, জুয়েল হাসান,মুজিবুর রহমান, শামীমা আক্তার, আসিফ সরকার, সাবীমা আক্তার, মোঃ জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, মো. নজরুল ইসলাম, লিয়া দেওয়ান,সেলিম আলম, খালিদ আহমেদ,শিপন আহমেদ রাহি।
মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহীর নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমে ছিলেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আল আমিন পাহলোয়ান।
রেড ইন্টার লাভাপিয়েছের সভাপতি পেপা ট্ররেসের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশী সংগঠক মানিক বেপারী, আরমান। এই টিমের সদস্যরা হচ্ছেন লিয়া দেওয়ান, সেলিম আলম, নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করে আগামী দিনগুলোতে সকল মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, স্পেনে বাংলাদেশী প্রবাসীদের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম এক সাথে ১৭ জন বাংলাদেশী এরকম জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত হলেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনা চিকিৎসায় প্লাজমা তেমন কার্যকর হয়নি ভারতে
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার