স্নাতক হলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

সমপ্রতি নানাভাবে খবরের শিরোনামে উঠে আসছেন সাকিব আল হাসান। কখনও বলব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে, কখনও মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে। এবার সাকিব শিরোনামে এলেন নতুন এক খবরে। ৩৫ বছর বয়সে এসে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্রিকেট খেলা, ব্যবসা পরিচালনা, বিজ্ঞাপনসহ নানা কাজে ব্যস্ত সাকিব সঠিকভাবে লেখাপড়াটা চালিয়ে যেতে পারেননি। তাই বলে বসে থাকারও পাত্র নন তিনি।

সে কারণে, বিলম্বে হলেও বিবিএ গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন তিনি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিবাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন ৩৫ বছর বয়সী সাকিব। জানা গেছে, ২০০৯১০ সেশনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হন সাকিব। ভতির্র ১৪ বছর পর স্নাতক শেষ করলেন তিনি। রোববার এআইইউবি’র সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’ সাকিব আল হাসানের সমাবর্তনে অংশ নেওয়ার ছবি, ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে সমার্তনের বিশেষ পোশাক পরা অবস্থায় দেখা যায় তাকে। আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে সাকিবের পুরো নাম লেখা আছে, খোন্দকার সাকিব আল হাসান।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিশু কিশোর নাট্য উৎসব আজ শুরু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে দুই পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই