স্থানীয় ১১ ব্যবসায়ীকে আটক করে থানায় দিল এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

উখিয়ার ১৬ নং শফিউল্লাহকাটা ক্যাম্প থেকে এপিবিএন সদস্যরা ১১ জন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন ১৬-এর এএসপি সুমন শাহ এ ব্যাপারে বিস্তারিত জানেন না বলে জানান। তিনি এ ব্যাপারে উখিয়ার ১৫ নং জামতলী ক্যাম্প ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুলের সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু পরিদর্শকের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি। উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ক্যাম্পগুলো পরিচালিত হচ্ছে। রোহিঙ্গা সন্ত্রাসীরাই ক্যাম্পের যাবতীয় ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। তিনি অভিযোগ করেন, রোহিঙ্গাদের ইশারায় স্থানীয় ১১ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে রোববার অহেতুক আটক করে। সন্ধ্যায় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করে ক্যাম্প কর্তৃপক্ষ।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী মো. সালাহ উদ্দিন বলেন, এপিবিএন ১১ জন লোককে থানায় নিয়ে এসেছে। তবে তারা এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করেনি।

পূর্ববর্তী নিবন্ধশবে বরাতের রাতে আতশবাজি নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধ৫৫ ঘণ্টা পর হাটহাজারী দিয়ে যান চলাচল শুরু