স্থগিত হওয়া চাম্বল ইউপির নির্বাচন ১২ অক্টোবর

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথম তফসিলে ১৫ জুন, দ্বিতীয় তফসিলে ১৪ জুলাই হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মামলার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন কমিশন আগামী ১২ অক্টোবর নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১০টি কেন্দ্রে অনুষ্ঠেয় ভোটে মোট ২৫ হাজার ৫৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর ইভিএম নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে মামলা ও পরবর্তীতে নির্বাচন স্থগিত হয়।

পূর্ববর্তী নিবন্ধখাওয়া বৃদ্ধ মারা গেছেন কীভাবে
পরবর্তী নিবন্ধরাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত : মন্ত্রী মোজাম্মেল