স্ত্রীসহ বন্দরের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

জ্ঞাত আয় বহির্ভূত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সহকারী হারবার মাস্টার এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা দায়ের করেছে। গতকাল দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দায়ের করা হয়। দুদকে একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সহকারী হারবার মাস্টার আমানত উল্লাহ ও তার স্ত্রী দিলোয়ারা বেগমকে আসামি করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ ৩১ হাজার ৬৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারের সাথে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দালিলিক প্রমাণ প্রদান করা হয়েছে।
মামলার এজাহারে আমানত উল্লাহর বিরুদ্ধে ৪৫ লাখ ৫৫ হাজার ৮৩০ টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের অভিযোগ আনা হয়। অপরদিকে তার স্ত্রী দিলোয়ারা বেগমের বিরুদ্ধে ৫৯ লাখ ৭৫ হাজার ৮৬৩ টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখার কথা বলা হয়েছে।
প্রায় ৫ বছর আগে আমানত উল্লাহ বন্দরের চাকরি থেকে অবসর নিয়েছেন বলে বন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধরেস্তোরাঁয় খেতে লাগবে টিকা সনদ