নগরীতে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গৃহবধূর স্বামী মো. জামিলের (৩০) বিরুদ্ধে হত্যার এ অভিযোগ।
ঘটনার পরপর স্বামী পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল সন্ধ্যায় হালিশহরের শিশু পল্লীর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার আব্দুল মালেকের বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া দুই সন্তানের জননী।
তার বাবার বাড়ি হাটহাজারী উপজেলায়। তার স্বামী মো. জামিলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহুল আমিন সাংবাদিকদের বলেন, নিহতের পরিবার এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তথ্য পেয়েছি, জামিল ও রাবেয়া এখানে একটি কক্ষে ভাড়া থাকতেন। পাশেই রাবেয়ার বাবা থাকতেন। জামিল তেমন কোনো কাজকর্ম করতেন না। এজন্য রাবেয়ার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে শনিবার সন্ধ্যায় রাবেয়াকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে পালিয়ে যান জামিল।
ওসি জহির উদ্দিন বলেন, রাবেয়াকে খুন করে জামিল দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলেই রাবেয়ার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।











