স্ক্র্যাপের ভেতর মর্টার শেল

নিষ্ক্রিয় করল বোম্ব ডিজপোজাল ইউনিট

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ মে, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি রি-রোলিং মিলের স্ক্র্যাপের ভেতরে প্রায় ১০ কেজি ওজনের একটি মর্টার শেল পাওয়া গেছে। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিজপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সেটিকে নিষ্ক্রিয় করেছে। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) জন্য আমদানি করা স্ক্র্যাপের মধ্যে মর্টার শেলটি পাওয়া যায় এবং বিএসআরএমের কর্মীরা প্রথম এটি দেখতে পায় বলে জানিয়েছে পুলিশ।

কারখানা কর্তৃপক্ষ সীতাকুণ্ড থানা পুলিশকে প্রথম বিষয়টি অবহিত করে জানিয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আমরা সংবাদ পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যাই। পরে সিএমপি কাউন্টার টেরোরিজমের বোম্ব ডিজপোজাল ইউনিটকে খবর দিলে তাদের একটি টিম এসে বেলা পৌনে ১২টার দিকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।

জানা গেছে, সম্প্রতি বিদেশ থেকে আমদানি করা লোহার স্ক্র্যাপের চালানের সঙ্গে মর্টার শেলটি চলে এসেছে। চালানটি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আনলোড করা হয় এবং পরে কারখানার ভেতরে আনা হয়।

এ বিষয়ে কথা বলতে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার ফারুকুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচবি খুলছে আজ শ্রেনি কার্যক্রম বুধবার থেকে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শ্রদ্ধা ও ভালোবাসায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালন