চবি খুলছে আজ শ্রেনি কার্যক্রম বুধবার থেকে

চবি প্রতিনিধি | সোমবার , ৯ মে, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিনের বন্ধ শেষে আজ সোমবার থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিস। একইদিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহের ডাইনিং শুরু হবে। চলাচল করবে শাটল ট্রেনও। আর ২৪ দিনের বন্ধ শেষে শ্রেনি কার্যক্রম শুরু হবে আগামী বুধবার (১১ মে) থেকে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস খুলবে। তবে বুধবার থেকে পাঠদান ও পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও ১১ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার চালু করা হবে। তবে আপাতত বন্ধের শিডিউলে চলবে। পরে ক্লাস শুরু হলে খোলার দিনের শিডিউলে চলবে শাটল। এর আগে গত ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত চবির সকল অফিস বন্ধ ঘোষণা করা হয়। এর আগে আবাসিক হল খোলা রেখে ১৭ এপ্রিল থেকে বন্ধ হয় শ্রেণী কার্যক্রম।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ চার উপজেলায় জুলাইয়ে সম্মেলন
পরবর্তী নিবন্ধস্ক্র্যাপের ভেতর মর্টার শেল