স্কুলে স্কুলে পিঠা উৎসব

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

বায়েজিদ মডেল স্কুলে গত ২৫ জানুয়ারি আয়োজন করা হয় পিঠা উৎসব। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে করে তোলে প্রাণবন্ত। বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন ক্লাসের শিক্ষার্থী মিলে ছয়টি স্টল সাজায়। পিঠা পার্বণ, নকশীর পল্লী, পিঠাপুলি, শীতের পিঠা নামে তারা স্টল সাজায় ভাপা পিঠা, চিতই, দুধ চিতই, নকশী পিঠা, দুধ পুলি, ছিটাপিঠা, খোলাজালি পিঠা, পাটিসাপটা, পায়েস, ডাল পিঠা, খেজুর গুড়ের কেক, টিসু পিঠা, বিস্কুট পিঠা, পাকন, ডিম পুরি, খাজা, পুলি পিঠা দিয়ে। পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য। যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে শিক্ষকশিক্ষার্থীরা মিলে এই উৎসবের আয়োজন করে। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল হক, প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, সিনিয়র সহকারী শিক্ষক মুন্নী বড়ুয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ আল ইশাদ চৌধুরী, নন্দিতা ধর, রোমানা আকতার, তাহমিনা ইয়াসমিন, তানিয়া আফরোজ, রাজিয়া সুলতানা, ফওজিয়া আকতার বকুল, দিলশান আফরীন, রস্মি বড়ুয়া, সানজিদা সোমা, নওশীন দুররানী, জান্নাতুল বাকী শান্তা, জান্নাতুল আকতার, শম্পা দে, তাইফা ইয়াসমিন, তানভীর তাবাসসুম তারিন, শাওরীন সুলতানা, মোহাম্মদ মানজুরুল হক। পিঠা উৎসবে ফাহাদ, আশরাফুল, কমর উদ্দিন দিহান ওয়াসির, অন্তর, ফাহিম, মিনহাজ, সুহানা, আলিশা, নিহা, শামশাদ, ইমু, নিসরাতের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের উদ্যোগে ২৯ জানুয়ারি স্কুল ক্যাম্পাসে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফখরুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, ডাঃ সালাহউদ্দিন এম..এইচ চৌধুরী, ডাঃ জয়নাল আবেদীন, ডাঃ রওশন ফেরদৌস, ডাঃ ফারজানা কাউকাব, ডাঃ আব্দুল হালিম চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, আশরাফ উদ্দিন জুবাইর।

পূর্ববর্তী নিবন্ধবিএনসিসির কর্ণফুলী রেজিমেন্ট ক্যাম্পে ক্ষুদ্রাভিযান অনুশীলন
পরবর্তী নিবন্ধশীতের পিঠা