সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে চসিক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

সৌন্দর্যবর্ধনের নামে যারা চুক্তি লঙ্ঘন করে বিলবোর্ড ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একইসঙ্গে সৌন্দর্যবর্ধন প্রকল্পের চুক্তিতে যেসব অসঙ্গতি আছে তাও দূর করা হব। গতকাল বৃহস্পতিবার সকালে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে অনুষ্ঠিত স্থায়ী কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, নগরের যানজট নিরসনে সড়কগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এজন্য শহরের বিভিন্ন স্থানে মাল্টি স্টোরিড পার্কিং লট স্থাপনে গুরুত্বারোপ করা হয়। চসিকের যেসব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরও আশানুরূপ কর আদায় করতে পারেনি তাদের পুনরায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।
এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃক অধিগ্রহণকৃত লালদিয়ার চরের বকেয়া গৃহকর আদায়ে জরুরি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া কর আদায় ও ট্রেড লাইসেন্স এর তালিকা ওয়ার্ড ওয়ারী কাউন্সিলরদের কাছে পাঠানো হবে এবং তা ই-রেভিনিউ সিস্টেম সফটওয়্যারে যুক্ত করার সিদ্ধানত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, আব্দুস সালাম মাসুম, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির কাছে ১০ নাম জমা, শিগগিরই নতুন সিইসি ঘোষণা