সোয়া তিন কোটি টাকার স্বর্ণসহ রোহিঙ্গা আটক

উখিয়া ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ৬:০২ পূর্বাহ্ণ

উখিয়ায় ৪৭১ ভরি স্বর্ণসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোরে মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসার পথে এসব স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃতের নাম মো. কলিম (২১)। তিনি বালুখালী ৮নং ক্যাম্পের ব্লক বি/৪৭’র কবির আহমদের ছেলে।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি দল এশিয়ান হাইওয়ে রোডের কুড়ারপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে মোট ৪৭১ ভরি ৯ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটককৃতকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ কঙবাজার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৫০ কোটি টাকার এফডিআরে অনিয়ম!