বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন সাধারণ সম্পাদকশূন্য। আবু নাইম সোহগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। বাফুফেতে সভাপতির পরই গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর সাধারণ সম্পাদক। যে কারণে বাফুফেকে দ্রুতই এই পদের জন্য নতুন কাউকে বেছে নিতে হবে। সোহাগ এখন অতীত। গত শনিবারই বাফুফে ভবন থেকে সোহাগের নামফলক তুলে ফেলা হয়েছে। সহসাই সেখানে বসবে নতুন নামফলক। তবে কে হচ্ছেন সে পদের নতুন মুখ সেটাই এখন দেখার অপেক্ষা। বাফুফের সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন গত ১৪ ফেব্রুয়ারি। পরের দিন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন জানিয়েছেন তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তখনই তিনি বলেছিলেন সোমবার জরুরী সভা শেষেই জানা যাবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। আজ সোমবার সেই গুরুত্বপূর্ণ জরুরি সভা বসছে বাফুফে ভবনে বিকেল চারটায়।
জানা গেছে সভার একটিই এজেন্ডা। আর তা হচ্ছে সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ায় বাফুফের করণীয়। গুরুত্বপূর্ণ ওই চেয়ারে কাকে বসাবে বাফুফে? নতুন কাউকে নিয়োগ দেওয়া সময়সাপেক্ষ ব্যাপার। যে কারণে প্রশাসনিক কাজ চালিয়ে নিতে কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিতে পারে বাফুফের নির্বাহী কমিটি।