এসএসসি ৯৬ ব্যাচের রেজিস্টার্ড সংগঠন সোসাইটি অব নাইন্টি সিক্স আয়োজিত ফুটসাল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে লাভ লেইনস্থ সোসাইটির নিজস্ব কার্যালয়ে ট্রফি উন্মোচন করা হয়। ফুটসাল টুর্নামেন্ট আগামী ২০ ও ২১ অক্টোবর নরগীর ফরচুন স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হবে। একই সঙ্গে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপে রয়েছে স্টেডিয়াম কিংস, র্যানডম, এম.এইচ.এস টাইগার্স ৯৬ এবং প্যাট্রিয়ট স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে সিলভার হওক, ময়মনসিং ব্যাচ ৯৬, পাইরেটস অব ফতেয়াবাদ স্কুল এবং মারাদা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ফুটসাল টুর্নামেন্ট কমিটি সদস্য গোলাম কাদের মুরাদ, এরশাদুল হক, সাজিদ হোসাইন, মামুনুর রশীদ সাগর, সঞ্জয় দাশ ভোলা, আবদুল্লাহ আল মামুন, ইসতিয়াক মাহমুদ জেনিথসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘অসময়’ ব্যান্ডের আসাদ ও তার দল গান পরিবেশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।