জ্বরে আক্রান্ত শুভমান গিল প্রথম ম্যাচে অনিশ্চিত

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপের সেরা উঠতি তারকা হলেন ভারতের শুভমান গিল। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা এই ভারতীয় ওপেনার জ্বরে আক্রান্ত হয়ে এখন বিছানায়। আগামীকাল রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। ওই ম্যাচে ভারতীয় একাদশে শুভমানের দেখা নাও মিলতে পারে। জ্বরের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তার প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ। যে কারণে বুধবার ও বৃহস্পতিবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের অনুশীলনের সময় তাকে দেখা যায়নি। তবে টিম ম্যানেজমেন্ট বলছে, সমস্যা তেমন জটিল নয়। তাদের প্রত্যাশা, এটি শুধু সামান্য জ্বর। তবে ভারতীয় মিডিয়াগুলো বলছে, সামান্য নয়, শুভমান ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়েছেন। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাবিসিসিআই তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, গিলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া চিকিৎসা দলও নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করছি যে তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানাল আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধসোসাইটি অব নাইন্টি সিক্স-ফুটসাল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন