হাজী আমির–সোলায়মান ফাউন্ডেশন পরিচালিত আনোয়ারা আলহাজ্ব সোলায়মান সওদাগর কেজি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নিউটন কান্তি নাথ। উদ্বোধক ছিলেন আল্লামা ইকবাল একাডেমি ক্যাম্পাস–২ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরই জাবাল হক ইমন। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু বকর নুরী, রফিকুল ইসলাম তৈয়বী ও মাওলানা মুহাম্মদ শফি। প্রধান বক্তা ছিলেন মাস্টার এসএম বোরহান উদ্দীন।
অতিথি ও আলোচক ছিলেন অভিভাবক সদস্য জামাল উদ্দীন ও ঝুন্টু কুমার নাথ। প্রেস বিজ্ঞপ্তি।











