সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২৯ কর্মকর্তা পেল উত্তরা মোটর্সের গাড়ি

কর্মদক্ষতার স্বীকৃতি

| সোমবার , ২৩ মে, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

উত্তরা মোটর্স থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৪ ইউনিট সুজুকি ভিটারা ব্রেজা এবং ২৫ ইউনিট সুজুকি সিয়াজসহ মোট ২৯ ইউনিট সুজুকি গাড়ী ক্রয় করেছে তাদের কর্মকর্তাদের কর্মদক্ষতার স্বীকৃতি প্রদান এবং পুরস্কৃত করার জন্য। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ২৯ টি সুজুকি গাড়ী তাদের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।

এ সময় উত্তরা মোটর্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজিনেস প্লানিং নাঈমুর রহমান বলেন, আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে গাড়ী হস্তান্তর এর অংশীদার হতে পেরে এবং তাদের পরিবহনের প্রয়োজনীয়তা পূরণ করতে পেরে অত্যন্ত আনন্দিত।

সুজুকি গাড়ী হস্তান্তর অনুষ্ঠানটি ছিল উত্তরা মোটর্স লিমিটেডকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা বাংলাদেশের গাড়ী ক্রেতাদের সুজুকি গাড়ীর প্রতি আস্থার প্রতিফলন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০২৩ সালের জুনেই ঢাকা থেকে ট্রেন যাবে কক্সবাজার
পরবর্তী নিবন্ধবাজারে বেড়েছে দেশী পেঁয়াজ