সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে’

এমপি মোতালেবের সংবর্ধনায় শ্যামল দত্ত

| রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, সাতকানিয়ালোহাগাড়া তথা দেশের মানুষের উন্নয়ন করতে চাইলে বঙ্গবন্ধুর আদর্শের প্ল্যাটফর্ম তৈরী করতে হবে। মাটি ও মানুষের প্রতি বঙ্গবন্ধুর যে অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা ছিল তা বাস্তবায়ন করা গেলে দেশের প্রতিটি গ্রাম ও শহর হবে সুখী ও সমৃদ্ধ। এজন্য নির্বাচিত সংসদ সদস্যকে অগ্রণী ভূমিকা পালন করে সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। তিনি গত শুক্রবার সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সংসদ সদস্য এম এ মোতালেবকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শামসুল ইসলাম।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য এম এ মোতালেব বলেন, আমি আপনাদের এমপি নই, ভাই হিসেবে আপনাদের ভালোবাসার কাঙ্গাল হয়ে বেঁচে থাকতে চাই। জনগণের আশার প্রতিফলন ঘটাতে আমি এবাদতের মত মানুষের সেবা করে বাকী জীবন কাটিয়ে দিতে চাই। সাতকানিয়ালোহাগাড়ায় কোন সহিংসতা ও অবৈধ কর্ম চলতে দেব না। এজন্য আপনাদের দোয়া চাই। বিশেষ অতিথির বক্তব্যে এমপি মোতালেবকে উদ্দেশ্য করে ডা. মিনহাজ বলেন, জীবনে অনেক পেয়েছেন। এখন আপনার সাতকানিয়ালোহাগাড়াবাসীকে দেওয়ার পালা। আশাকরি এ অঞ্চলের লোকজন আপনাকে দিয়ে তাদের স্বপ্নের সিঁড়ি পাড়ি দেবে। মাস্টার আবু বকর ও আলমগীর ছাদেকের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. সেলিম, রমজান আলী, জসিম উদ্দীন, মো. হোসেন সওদাগর, আব্দুল মন্নান সওদাগর প্রমুখ। অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান। শেষে প্রধান অতিথি ও সংসদ সদস্য শহীদ শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামায় হাতির সাহায্যে বন থেকে বের করা হচ্ছিল গাছ, হাতিসহ মাহুত আটক
পরবর্তী নিবন্ধরাবারকে কৃষিপণ্য ঘোষণার আহ্বান সুফি মিজানের