সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গত রোববার (৪ এপ্রিল) মধ্যরাতে সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে তাকে সংযুক্ত করা হয়েছে। নারায়ণঞ্জ জেলার অতিরিক্ত পুুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর বাংলানিউজের।
গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে সোনারগাঁ থানার ওসির দায়িত্ব পান রফিকুল ইসলাম। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, ওসি রফিকুল ইসলাম রোববার রাতে দায়িত্ব হস্তান্তর করেছেন। এখন পর্যন্ত নতুন ওসি যোগদান করেননি।

পূর্ববর্তী নিবন্ধজেলা উপজেলায় লকডাউন
পরবর্তী নিবন্ধ‘গর্ভের শিশু মৃত’ ঘোষণারপর জীবিত প্রসব