বোয়ালখালীর রায়খালীস্থ সৈয়দ ছগির মুহাম্মদ তালুকদার (রহ.) এর বার্ষিক ওরশ উপলক্ষে হযরত মা খাদিজাতুল কোবরা (রা.) আয়োজিত জিকিরে মোস্তফা (দ.) মাহফিল ফলমণ্ডিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী হোসেন আরিফ। আনোয়ারার বরুমচড়া চিশতিয়া শাহ মোহছেন আউলিয়া খানকাহ্র ইয়াকুব মাস্তানের সভাপতিত্বে মাহফিলে অতিথি ছিলেন, মাওলানা কুতুব উদ্দীন আমিরী। উপস্থিত ছিলেন শাহাজাদা সৈয়দ মুহাম্মদ আরমান শাহ, মাওলানা নুরুন্নবী আল কাদেরী, জামাল উদ্দিন আল কাদেরী, ক্বারী মাওলানা ইব্রাহিম আল কাদেরী, অ্যাডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুর রহিম সওদাগর, জোবায়দুল হোসেন, শায়ের তারেক রেজা কাদেরী, শায়ের মহিউদ্দিন তানবীর কাদেরী, আবু মুছা কাদেরী, শায়ের শেখ মুহাম্মদ তোহা কাদেরী, মুহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার প্রমুখ। শেষে মিলাদ, কেয়াম, জিকরে মোস্তফা (দ.) মাহফিল ও আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।