রামপুরা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর ৬ নম্বর বিশেষ ট্রাইবুনাল। গতকাল সোমবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দুই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হল। খবর বিডিনিউজের।
এদিন ঢাকার ৬ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা ফেরদৌস আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ২৯ অক্টোবর সাক্ষ্য গ্রহণের তারিখ রাখেন বিচারক বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীদের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ।
এ দুই মামলার আসামি বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, শামছুর রহমান, শিমুল বিশ্বাস, হাবিব-উন-নবী-খান সোহেল, বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সফু, আজিজুল বারী হেলাল, শওকত মাহমুদ। অপর এক আসামি শফিকুল বারী বাবুর মৃত্যু হয়েছে