ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের ৪টি খেলার ৪টিতেই জয়লাভ করেছে চট্টগ্রাম জেলা দল। এ জয়ের সুবাদে অপরাজিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৪ ক্রিকেট দল। সেমিফাইনালে অংশগ্রহণের লক্ষ্যে আজ ৬ জানুয়ারি সকাল ৮টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম হতে বাসযোগে চাঁদপুর জেলা স্টেডিয়ামের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৪ দল।