লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রাক্তন জেলা গভর্নর ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী গত ৬০ বছর ধরে সেবার জগতকে সমৃদ্ধ করেছে। চট্টগ্রামের বুকে বহমান কর্ণফুলী নদীর মত কর্ণফুলী লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সেবা কার্যক্রম অব্যাহত থাকলে সমাজ উপকৃত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন আল সাদাত দোভাষ। সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এসকে শামসুদ্দিন ছিদ্দিকি ও সেকেন্ড ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সিএলএফ চেয়ারম্যন পিডিজি লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পিডিজি লায়ন রূপম কিশোর বডুয়া। বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন কবির উদ্দিন ভুঁইয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএমপি’র (মহানগর দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন জহির উদ্দিন আহমদ। প্রাক্তন প্রেসিডেন্টদের পক্ষে লায়ন মোসলেহ উদ্দিন আহমদ অপু, লায়ন এম এ মোতালেব সিআইপি বক্তব্য রাখেন। ক্লাবের কর্মকান্ড নিয়ে প্রতিবেদন পেশ করেন ক্লাব সেক্রেটারি হেলাল উদ্দিন।
চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ক্লাব প্রেসিডেন্ট লায়ন শুভনাজ জিনিয়ার সভাপতিত্বে লায়ন মোহাম্মদ আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন সফিউর রহমান, লায়ন শামসুল হক, লায়ন রফিক আহমদ, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন, লায়ন নুরুল ইসলাম, লেডি পিডিজিগণ, কেবিনেট সেক্রেটারি (ইলেক্ট) আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার (ইলেক্ট) লায়ন আবু বক্কর ছিদ্দিকী, লায়ন মো. শাহ আলম, লায়ন মাইনুল হোসেন, লায়ন গাজী লোকমান, লায়ন আশরাফুল ইয়াসিন, লায়ন মিরাজুর রহমান, লায়ন জিকু বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে পরিচালিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে হিমোফেলিয়া সোসাইটিকে একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর প্রদান করা হয়।