সেবা কার্যক্রমে আরো দায়িত্বশীল হতে হবে

লায়ন্স ক্লাব চিটাগংয়ের সভায় কামরুন মালেক

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সদস্যদের আরো দায়িত্বশীল হয়ে সেবা কার্যক্রমে এগিয়ে আসতে হবে বলেছেন লায়ন্স জেলার সাবেক গভর্নর ও চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন লায়ন কামরুন মালেক। তিনি আরো বলেন, অন্য দশটি ক্লাবের চেয়ে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের অবস্থা অবস্থান ও দায়িত্ববোধে পরিমাপক ভিন্নতর। বাংলাদেশে লায়নিজমের প্রতিষ্ঠাতা লায়ন এম আর সিদ্দিকীর হাতে গড়া এ ক্লাবের সদস্যদের সেবা কার্যক্রমে আরো নিবেদিতপ্রাণে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মাসিক সাধারণ সভায় তিনি মূখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা পরিচালনায় চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের এডমিনিস্ট্রেটর ও জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ক্লাব ট্রেজারার লায়ন রেবেকা নাসরিনের পরিচালনায় লায়নবৃন্দের আনুগত্যের শপথ পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়। বক্তব্য দেন, প্রাক্তন জেলা গভর্নর ফোরামের চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর ও বিসিবির নব-নির্বাচিত পরিচালক মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু, কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজ,ু ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন নুরুল আলম, রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন আবু তাহের খান ও লায়ন তপন কুমার দত্ত, কনসার্ন েজোন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন ও সদ্যপ্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি, লায়ন এবং ক্লাবে সদ্য যোগদানকৃত সদস্য লায়ন নাসরিন আকতার তুহিন, লায়ন সঞ্জিব কুমার দাশ এফসিএ, লায়ন জয়ন্ত সেনগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘নিষ্ঠা ফাউন্ডেশনের মত সেবা দিলে যে কোনো দুর্যোগ মোকাবেলা সহজ হবে’
পরবর্তী নিবন্ধকমফোর্ট জোন ও ইনফরমেশন সেন্টার স্থাপনে আগ্রহ