৩৫তম কিংস কাপ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রেগু ও কোয়াড ইভেন্টে ৩য় স্থান ও ব্রোঞ্জ মেডেল অর্জন করে। বাংলাদেশ সেপাক টাকরো দল রেগু ইভেন্টে অস্ট্রেলিয়া ও কোয়াড ইভেন্টে নিউজিল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। রেগু ইভেন্টে ভারত ও কোয়াড ইভেন্টে কম্বোডিয়ার কাছে পরাজিত হয়ে উভয় ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে। ১৮ সদস্যের বাংলাদেশ সেপাক টাকরো দলের নেতৃত্ব দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, ম্যানেজারের দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক লুৎফুল করিম সোহেল। আন্তর্জাতিক রেফারী মো. সাইফুল্যাহ মুনিরের পর ৩৫তম কিংস কাপে ২য় আন্তর্জাতিক রেফারীর স্বীকৃতি পান মো. শাহাদাত হোসেন। তিনি ৩৫তম কিংস কাপে ফাইনাল খেলায় রেফারী প্যানেলে খেলা পরিচালনার সুযোগ পান। এছাড়া প্রথম বার ইন্টারন্যাশনাল সেপার টাকরো ফেডারশনের নির্বাচনে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হন।