রোটারি ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ৯ম অভিষেক গত ৯ অক্টোবর নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটা. মীর নাজমুল আহসান রবিন। অনুষ্ঠানের চেয়ারম্যান সদ্য অতীত সভাপতি রোটা. আব্দুর রাজ্জাক ২০২১-২২ রোটাবর্ষের সভাপতি রোটা. সাইফুল আলম শিমুলকে কলার স্থানান্তর করেন। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পিডিজি প্রফেসর মো. তৈয়ব চৌধুরী, পিডিজি দিল নাশীন মহসিন, পিডিজি আতাউর রহমান পীর, গর্ভনর নমিনী ইঞ্জিনিয়ার মতিউর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন অ্যডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম উদ্দিন, ড. শিপক কৃষ্ণ দেবনাথ, মো. সাহাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং সাংবাদিক এস এম রানা।
বক্তব্য দেন, ক্লাবের অতীত সভাপতি রোটা. নাছির উদ্দিন, রোটা. জাহাঙ্গীর আলম জীম, রোটা. এস. এ. সাহেদ, নির্বাচিত সভাপতি রোটা. তাজ উদ্দিন, সহ-সভাপতি রোটা. ডা. মোহাম্মদ মূসা, রোটা. জামিল হানিফ, ক্লাব সচিব রোটা. শামসুন্নাহার। ২০২০-২১ রোটারী বর্ষের সেরা রোটারিয়ান হিসেবে রোটা. মেজর জেনারেল আব্দুল মতিনকে পিডিজ কমরেড এম এম রহমান পদকে ভূষিত করা হয়। ২০২০-২১ রোটা. বর্ষের প্রমিজিং রোটারিয়ান হিসেবে রোটারিয়ান মো. মিজবাহ উদ্দিনকে পুরষ্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।