সেন্টমার্টিন সৈকতে যুবকের অর্ধগলিত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ১১:০৯ পূর্বাহ্ণ

টেকনাফের সেন্টমার্টিনে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সেন্টমার্টিনের উত্তর সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘুরতে বের হলে মরদেহটি দেখতে পায় পর্যটকরা। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মো. সেলিম বলেন, মরদেহ ভেসে এসেছে, নাকি কেউ হত্যা করে এখানে লুকিয়েছে তা খতিয়ে দেখা হবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরনে নীল রঙের ফুলহাতা সার্ট ও হাফপ্যান্ট রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, মরদেহটি সাগর থেকে ভাসতে ভাসতে উঠে এসেছে। লাশের শরীরের অধিকাংশ পচে গেছে।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার সভা
পরবর্তী নিবন্ধ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট, ৩ দিনে প্রতিবেদন চেয়ে তদন্ত কমিটি