বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। গতকাল রোববার সেন্টমার্টিন দ্বীপে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়। দ্বীপে বসবাসকারী সাধারণ চিকিৎসা ক্যাম্পে সর্বমোট ৪৩২ জন রোগীর মাঝে মোট ৬১ ধরণের প্রায় ২৩৬১০ পিস ওষুধ বিতরণ করা হয়। সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি।












