সেন্টমার্টিনে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান গতকাল শুক্রবার বিকেলে সেন্টমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নির্মিত দেশের প্রথম আশ্রয়ণ প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন। এ সময় প্রকল্পে বসবাসকারী ৫০টি পরিবারের অভাব-দুর্ভোগের কথা শুনে দ্রুত সময়ের মধ্যে ঘরগুলো সংস্কার করার ঘোষণা দেন তিনি। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্প সংশ্লিষ্ট মসজিদের উন্নয়নে তাৎক্ষণিক বরাদ্দের পাশাপাশি কোনারপাড়া মসজিদের পানি সমস্যা সমাধানের জন্য একটি টিউবওয়েল বরাদ্দ দেন।
পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ, টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী, চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আজ শনিবার সকালে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রেখেছেন বিভাগীয় কমিশনার।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে শনাক্ত ৫১২, মৃত্যু ২ জনের
পরবর্তী নিবন্ধপরিবেশ নারীবাদ চাই চর্চায় ও মননে