সেতারের তার,
বাজছে আর্তস্বরে
ডাকছে কাকে
শ্রবণে উন্মুখ কে?
মনহীন এই ভূমে..
বধির এই তল্লাটে!
সুর গড়িয়ে যায়…
অসুরের সুড়সুড়ি ওঠে
সইতে পারে না সে
ছোবলে নেভায় বাতি।
সেতারের ধুন তখনো তারে
অন্ধকারে
সময়ের ঝুল ঘরে।
পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ
