সেতারের তার

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

সেতারের তার,

বাজছে আর্তস্বরে

ডাকছে কাকে

শ্রবণে উন্মুখ কে?

মনহীন এই ভূমে..

বধির এই তল্লাটে!

সুর গড়িয়ে যায়

অসুরের সুড়সুড়ি ওঠে

সইতে পারে না সে

ছোবলে নেভায় বাতি।

সেতারের ধুন তখনো তারে

অন্ধকারে

সময়ের ঝুল ঘরে।

পূর্ববর্তী নিবন্ধশ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধছড়ার রাজা ফোটেছিলেন