যদি মুক্তি চাও নির্দ্বিধায় বলো
যত কষ্টই হোক বুকে পাথর চেপে
তোমায় মুক্ত করে দেবো।
যদি বলো ঘোর কেটে গেছে,
ফুরিয়ে গেছে গতানুগতিক মায়ার রেশটুকুও,
বিশ্বাস কর আমি একটুও অবাক হবো না।
তবে হ্যাঁ, অনেক বেশি কষ্ট পাবো!
ভালোবাসি তো!
এখনো ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়,
সেই আগের মতো।
যদি বিচ্ছেদ চাও, তাও বলতে পারো।
আমি প্রস্তুত! আমায় নিয়ে একদম
ভেবো না
ও আমার সয়ে গেছে!
অনেকটা ব্যাঙের সর্দির মতো।