তখনো দুচোখ জুড়ে নিদ্রার ঘোর
শিশিরে ঢাকা থাকে কিষানীর ভোর
সূর্যটা পুবাকাশে লাল রঙ মেখে
উঁকি ঝুঁকি দিয়ে হাসে শিশির দেখে।
বলে দেখো আলো ঝলমল এই প্রভাত
পার হয়ে এসে গেছি আঁধারের রাত
শিশির দু’হাতে মেখে সুর্যের আলো
বলে তুমি আঁধারের মেটাও কালো
তুমি যদি নাই হও হবে না প্রভাত
জগৎটা হয়ে রবে দিনহীন রাত
তুমি আছো বলে ঋতু রূপ বদলায়
ফুল ফোটে নদী বহে পাখি গান গায়
তুমি আছো বলে মাঠে খেলে পাকা ধান
তুমিইতো রঙিন এই জগতের প্রাণ।
সূর্য শিশিরকে ডেকে বলে শোন ভাই
তুমি আছো বলে ভোরে আলো শোভা পায়
সারারাত নির্ঘুম টুপটুপ ঝরে
জগৎটা রাখো তুমি প্রাণময় করে
চিকচিকে রোদে খেলে তোমারই রূপ
প্রভাত শিশির ভেজা চির অপরূপ।