সু চির বাড়ি নিলামে, কিনল না কেউ

| বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত কারান্তরীণ গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বাড়ি বিক্রির জন্য গতকাল বুধবার নিলামের আয়োজন করা হলেও মেলেনি কোনও ক্রেতা। বাড়িটি বিক্রি করার জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় ৯ কোটি মার্কিন ডলার। কিন্তু কেউ তা কিনতে আসেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা। ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে সু চির পারিবারিক এই বাড়িটি প্রায় ১ দশমিক ৯২ একর জমির ওপর অবস্থিত। খবর বিডিনিউজের।

বাড়ির ভাগ নিয়ে সু চির সঙ্গে তার ভাই অং সান ও’ এর মধ্যে কয়েক বছরের আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট জানুয়ারিতে সেটি বিক্রির নির্দেশ দেয়। সে নির্দেশ মেনেই বাড়িটি নিলামে তোলা হয়েছিল। আদালতের কর্মকর্তারা বাড়ির সামনের ফটকের বাইরে সকাল ১০ টা থেকেই উপস্থিত ছিলেন। নিলাম শেষ করার আগে তিনবার তারা ক্রেতার জন্য ডাকাডাকি করেন। কিন্তু কেউ সাড়া দেয়নি। নিলামস্থলে কেবল সাংবাদিক ও কর্মকর্তারাসহ সাধারণ পোশাকের পুলিশ উপস্থিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ কোনও ক্রেতা না আসায় নিলামের দায়িত্বে থাকা কর্মকর্তারা চলে গেছেন।’ নোবেল বিজয়ী অং সান সু চি বেশ কিছু মামলায় মিয়ানমারের একটি অজ্ঞাত স্থানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। কিন্তু সু চির সমর্থকরা বলছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট।

পূর্ববর্তী নিবন্ধকেটকে নিয়ে ধোঁয়াশা কাটছে না ব্রিটেনে!
পরবর্তী নিবন্ধরাফায় আক্রমণ না করতে বাইডেনের আহ্বান, নেতানিয়াহুর প্রত্যাখ্যান