কেটকে নিয়ে ধোঁয়াশা কাটছে না ব্রিটেনে!

ছবি, ভিডিও সত্যি মনে করছেন না ভক্তরা

| বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

রাজকুমারী কেট মিডলটনকে নিয়ে ধোঁয়াশা কাটছে না ব্রিটেনে। যতই তার হদিশ পেতে চান ব্রিটেনের জনগণ, চর্মচক্ষে দেখা যাচ্ছে না তাকে। বদলে ইন্টারনেটে ভেসে উঠছে কেটের একের পর এক ছবি এবং ভিডিও। যার কোনোটিই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না ব্রিটেনের জনগনের কাছে।

উল্লখ্য, সম্প্রতি কেটের একটি অস্ত্রোপচার হয়েছে। পেটের নীচের অংশে ওই অস্ত্রোপচারের পর বাকিংহাম রাজপ্রাসাদের তরফে জানানো হয়েছিল, কেটের সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তার পর থেকেই আর কেটকে জন সমক্ষে দেখা যায়নি।

সমপ্রতি কেটের একটি ছবি এবং একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এর মধ্যে একটি ছবি প্রকাশ করা হয়েছে যুবরাজ উইলিয়াম এবং রাজকুমারী কেটের প্রাসাদ কেনসিংটন প্যালেসের সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে। সেই পোস্টে কেটকে দেখা গিয়েছে তার তিন সন্তানের সঙ্গে একটি চেয়ারে বসে থাকতে। ভিডিওটি প্রকাশ করেছে ব্রিটেনের একটি সংবাদমাধ্যম সান। সেখানে কেটকে শপিং করতে দেখা যাচ্ছে যুবরাজ উইলিয়ামের সঙ্গে। যদিও এই ছবি এবং ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের মানুষ। ছবিতে স্পষ্টতই ফটোশপের কারিগরি নজরে এসেছিল ব্রিটেনের নাগরিকদের। অনেকেই বলেছিলেন কেটের ওই ছবি আসল নয়। সমপ্রতি কেটের ভিডিওটি নিয়েও একই মত ব্রিটেনের রাজভক্তদের। তাদের দাবি কেটের যে ঝাপসা ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, তেমন ঝাপসা ছবি পাঁচ বছর আগের ক্যামেরাতেও উঠত না। এখন তো প্রশ্নই ওঠে না। তবে কি সত্য গোপন করতে কোনো পুরনো ভিডিওকে ঝাপসা করে প্রকাশ্যে আনা হয়েছে?

ব্রিটেনের নাগরিকদের আরও প্রশ্ন, কেটের সুস্থতা নিয়ে এত সংশয় তো দূর করতে পারেন কেট নিজেই। তিনি যদি সত্যিই ভাল থাকেন, তবে প্রকাশ্যে দেখা দিয়ে সমস্ত ধন্ধ দূর করছেন না কেন? খবর আনন্দবাজার পত্রিকার।

পূর্ববর্তী নিবন্ধহংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাস
পরবর্তী নিবন্ধসু চির বাড়ি নিলামে, কিনল না কেউ