সুস্থ সমাজ প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহ চর্চার বিকল্প নেই

সন্দ্বীপে আল্লামা জুবাইর

| মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোচেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেনজাতীয় জীবনে সুস্থ ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ চর্চা ও অনুশীলনের বিকল্প নেই। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত সন্দ্বীপের উদ্যোগে গত শনিবার সন্দ্বীপ শিবের হাট বড় মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত দরসুল কোরআন মাহফিলে আল্লামা জুবাইর উপরোক্ত মন্তব্য করেন। রাজনীতিবিদ মৌলভি মাস্টার মোহাম্মদ গোলাম তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন সন্দ্বীপ মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এস এম আনোয়ার হোসেন, প্রধান মুফাস্‌িসর হিসেবে দরস পেশ করেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনমাওলানা মোহাম্মদ আজমল খান রেজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসন্দ্বীপ সারিকাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির। প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেনঅধ্যক্ষ আল্লামা জানে আলম নেজামী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেনহযরত মাওলানা মুহাম্মদ মহসিন, মাওলানা মোজাম্মেল হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ৫৮ বার্মিজ গরু জব্দ
পরবর্তী নিবন্ধসেই মহিলার পাশে জেলা প্রশাসন