এবারের ঈদটাও জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে না। পরিবার, প্রিয়জনদের সুরক্ষার কথা ভেবে ঈদের আনন্দগুলো বাড়িতেই ভাগ করে নিবো। চারদিকে এমন হাহাকার এমন অসুস্থ পৃথিবীতে এমন ঈদ করতে হবে তা কখনোই ভাবিনি। তাই আমাদের সবার উচিৎ আমরা এখন যে পরিস্থিতিতে আছি সবাই যেনো সবার পাশে থাকি। আস্তে আস্তে হয়ত একদিন আমরা করোনা থেকে বাঁচার টেকনিক শিখে নিবো। সামনের দিনগুলোতে যেই পরিস্থিতিই হোক আমাদের ইতিবাচক থাকতে হবে। প্রতিদিন প্রতি সেকেন্ডে। যদি বেঁচে থাকি তবে পৃথিবীকে নতুন চোখে দেখার যে দৃষ্টিভঙ্গি হবে, সে শিক্ষা সারা জীবন কাজে লাগাতে হবে। বিশ্বাস করতে হবে বেঁচে থাকবো, বিশ্বাস করতে হবে এই মহামারি খুব দ্রুত সমাপ্তি হবে। স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখাতে হবে।