সুষ্ঠু, সহিংসতামুক্ত ও সবার অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন চাই

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ভোট প্রদান একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশে প্রতি ৫ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তাঁদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী রাজনৈতিক দল কিংবা ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করে থাকে। কিন্তু বিগত বেশ কয়েকটি জাতীয় নির্বাচনে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যর কারণে নির্বাচনের পূর্বে সারাদেশে সহিংসতা শুরু হয় যা বর্তমান দ্বাদশ নির্বাচনেও পরিলক্ষিত হচ্ছে এবং এই ধরনের হানাহানি ও সহিংসতাযুক্ত জাতীয় সংসদ নির্বাচন উদীয়মান অর্থনৈতিক সাফল্যের মালা পরা বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের পথে যেমন কাঁটা স্বরূপ তেমনি বহির্বিশ্বে বাংলাদেশের গণতন্ত্রও প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

তাই, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করছি আপনি সুষ্ঠু, সুন্দর, সহিংসতামুক্ত ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে বাংলাদেশের উন্নয়নের জননী’র পাশাপাশি গণতন্ত্রের ‘মানসকন্যা’ হিসেবেও যেন বাঙালি জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকেন এই প্রত্যাশা করছি।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড়।

পূর্ববর্তী নিবন্ধভাস্কো দা গামা : বিশ্ববিখ্যাত নাবিক
পরবর্তী নিবন্ধঅন্ত্রের তাড়নায়