সুমিতার সেই ময়না পাখি

জয়দীপ মুখার্জী (৩১,৩০০) | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ময়না পাখি টার উপর বন্ধু অমিতের বাড়ির সকলেই বিরক্ত হয়ে উঠেছে। পাখিটার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বেশ চড়া দাম দিয়েই তাকে কেনা হয়েছিল। কিন্তু কে জানতো তার গলার স্বর এমন বিচ্ছিরি! বন্ধু অমিত রেগে একদিন খাঁচা খুলে বের করে দিল ময়না পাখিটিকে। কিন্তু সে বেচারার ডানা জখম হয়েছিল ধরা পড়ার সময়।
তাই উড়তে না পেরে সে মাটিতে পড়ে গেল। তখন অমিতের ছোট বোন সুমিতা ছুটে এসে তাকে কোলে তুলে নিলো। আদর করে নিয়ে গেল তাদের নিজেদের ফুলের বাগানে। লাল ফুলে ভরা একটা গাছে তাকে বসিয়ে দিয়ে বলল- “যতদিন তোমার ডানায় জোর না পাচ্ছো ততদিন এখানেই তুমি থাকবে বন্ধু”। তারপর থেকে পাখিটা আর কোথাও যায়নি; সে সুমিতার আশ্রয়ে থাকে। তারা দুজনে এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধবড় হচ্ছে মাতারবাড়ি বন্দর ও নগর
পরবর্তী নিবন্ধবাধা আসবেই