সুবিধাবঞ্চিত শিশুর সুরক্ষা ও উন্নয়ন শীর্ষক সেমিনার

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুরস্থ সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুর সুরক্ষা ও উন্নয়নে অংশীজনের কাংখিত আচরণ শীর্ষক সেমিনার গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) নুসরাত সুলতানা। আলোচক ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম অতিরিক্ত পরিচালক মোস্তাকুর রহিম খান, উপপরিচালক হাসান মাসুদ ও অধ্যক্ষ আবুল কাশেম।

অধ্যক্ষ মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, মোহাম্মদ কামরুল পাশা ভুঁইয়া,শাহনাজ পারভীন, অভিজিৎ সাহা প্রমুখ। সেমিনারে চট্টগ্রাম বিভাগে সমাজসেবা অধিদফতর পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসাউদার্র্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা উদ্বোধন