হ্রদয়ে ৯০ ও বিএইচআরসি গভর্নর আমিনুল হক বাবুর যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছেঠ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর আমিনুল হক বাবু ও হ্রদয়ে ৯০ এর এডমিন বদরুল হাসান, গোফরান কাজী, আলমগীর হায়দার চৌধুরী লিটন, জি এস শাহাবুদ্দিন সজীব, মমতাজ বেগম ও এক্সিকিউটিভ মেম্বার শাহীন মাহমুদ, আব্দুল আলীম এবং প্রবাসী প্রতিনিধি রফিকুল ইসলাম সোহাগ সহ নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোও ইবাদত, সেই ইবাদতের লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর এবং হ্রদয়ে ৯০ এর উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।