ইউসেপ বাংলাদেশ দেশের পিছিয়ে পড়া বেকার যুব সমাজকে কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শ্রমবাজার উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে নিয়মিত কাজ করে যাচ্ছে। সে প্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর ইউসেপ, চট্টগ্রাম অঞ্চলের আমবাগান টেকনিক্যাল স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সনদপত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, ইউসেপ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়া। ডিসেন্ট এমপ্লেমেন্ট টিমের টিম লিডার মোহাম্মদ আবদুল মান্নানের পরিচালনায় ও লুৎফর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অফকার নির্বাহী পরিচালক মো. আলমগীর। আলোচনা সভার পর প্রধান অতিথি ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের এইচএসবিসি প্রজেক্টের ইলেকট্রিকেল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনন্স এবং সুয়িং মেশিন অপারেটর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ২০০ জন ছাত্র/ছাত্রীকে সনদপত্র প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












