এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বই বিতরণ

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

নিরক্ষর থাকবো না দেশের বোঝা হবো না ’ এই প্রতিপাদ্যে পিছিয়ে পড়া শিশুদের জন্য প্রতিষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই টাকায় স্কুলে গত ৩০ ডিসেম্বর স্কুলের শিশুদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎপল কুমার দাসের সঞ্চালনায় ও সামসুন নাহার সামুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী। তিনি বলেন, দেশ থেকে পিছিয়ে পড়া শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে দুই টাকায় স্কুল। বর্তমান সরকার শিশু বান্ধব। তাই সরকারের সাথে একাত্বতা প্রকাশ করে আমরা শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে আজ তাদের হাতে আমরা নতুন বই তুলে দিতে পেরে আনন্দিত হয়েছি। বক্তব্য রাখেন মো. হাফিজুর রহমান, মো. ফয়জুল আলম প্রিন্স, রুপা চক্রবর্তী, মো. মাকসুদ আলম, জান্নাতুল নাঈম নিশি প্রমুখ। শেষে শিশুদের হাতে নতুন বই তুলে দেন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হাকিম মাইজভাণ্ডারীর ওরশ শরীফ ২৬ জানুয়ারি
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে ইউসেপের সনদপত্র বিতরণ