সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, নাগরিক সুযোগ-সুবিধাবঞ্চিত ওয়ার্ডগুলোতে উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন হলেও অনেকগুলো দৃশ্যমান নয় এবং এগুলোর কোন সুফলও পাওয়া যাচ্ছে না। এই সমস্ত ওয়ার্ডের উন্নয়নের জন্য বড় অংকের বরাদ্দ ও দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন। কিন্তু তা সংক্ষিপ্ত মেয়াদকালীণ সময়ে করা সম্ভব নয়। তবে যে-সমস্যাগুলো প্রকট এবং এখনই সমাধান করা প্রয়োজন সেগুলো জরুরি ভিত্তিতে সম্পন্ন করা হবে। তিনি গতকাল বুধবার ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে নাগরিক দুর্ভোগ লাঘব এবং এর আশু সমাধানকল্পে স্থানীয় ব্যক্তিদের সাথে ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন। ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আ.লীগের সভাপতি কাজী শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, তৈফিক আহমদ চৌধুরী, সহ সভাপতি সামশুল আলম, এম এ মালেক, আবদুর রহমান, রঞ্জিত চক্রবর্তী। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।