সুফিবাদীদের প্রাণশক্তি ইমামে আহলে সুন্নত গাজীয়ে দ্বিনে মিল্লাত আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী (রহ.) এর ওফাত শরীফ উপলক্ষে সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার তৈয়বিয়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও এইচএম ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাস্ট্রের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এতে প্রধান অতিথির আলোচনায় সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক এম. মনজুর আলম বলেন, সুফিবাদীদের প্রাণশক্তি, ইমামে আহলে সুন্নত গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলার মাজার নতুন করে গড়ার দায়িত্ব পেয়ে আমি গর্বিত। সাবেক মেয়র এম. মনজুর আলম আরো বলেন, ইমাম শেরে বাংলা রহস্য জ্ঞানের ধারক হযরত খাজা খিজির (আ.) এর অলৌকিক সাক্ষাৎ লাভ করেন এবং সে সাক্ষাতের পর ইমাম শেরে বাংলার জীবনে আমূল পরিবর্তন আসে। তিনি বলেন, উন্নত, অনুপম উত্তম চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত ইমাম শেরে বাংলা (র.)।
এতে আরো বক্তব্য রাখেন, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মাহাম্মদ নিজামুল আলম রাজু, সরওয়ার আলম, ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, বাদশা আলম, নাবিদ আবদুল্লাহ মনজুর, আবিদ আব্দুল্লাহ মনজুর সহ অন্যরা। মোনাজাত পরিচালনা করেন শেরে বাংলার মেয়ের ঘরে নাতি আলহাজ্ব মাওলানা হযরতুল সৈয়দ ইউনুছ রজভী আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।