সুপার শপের আড়ালে ইয়াবা ব্যবসা!

পটিয়ায় দোকানদার ও কর্মচারী গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

পটিয়ায় সুপার শপের আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল দুই যুবক। অবশেষে পুলিশ ক্রেতা সেজে দোকানদার ও কর্মচারীকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে। পৌরসভার বৈলতলী রোডস্থ কবির আহমদ মার্কেটের নিউ সুপার শপ মুদির দোকান থেকে তাদের আটক করা হয়। তারা হল- ৬নং ওয়ার্ড পাইকপাড়া সরু মিয়ার বাড়ির মৃত আব্দুল গফর সওদাগরের পুত্র দোকানদার মো. জসিম উদ্দিন (৩২) ও কর্মচারী ধলঘাট ইউপির ৬নং ওয়ার্ডের সন্তোষ মল্লিক ধর্মান্তরিত নাম মো. আব্দুল আলিম প্রকাশ আব্দুল হালিমের পুত্র মো. সাকিব (২১)। এগুলোর আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০ টাকা। গত শনিবার রাত ১১টায় পটিয়া থানার এস আই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, বৈলতলী রোডস্থ নিউ সুপার সপ মুদির দোকান থেকে ইয়াবাসহ দোকানদার ও কর্মচারীকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে সুপার শপের আড়ালে ইয়াবা ব্যবসা চালানোর পাশাপাশি নিজেও সেবন করে আসছিল। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাদ্য সংকটে রাউজানে লোকালয়ে বানর
পরবর্তী নিবন্ধডাক্তারের পরামর্শ ছাড়া রোগীকে অক্সিজেন নয়